ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লা লিগার সেরা একাদশে মেসি-সুয়ারেজ-বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
লা লিগার সেরা একাদশে মেসি-সুয়ারেজ-বেল

ঢাকা: নতুন মৌসুমের এক সপ্তাহ শেষ করলো স্প্যানিশ ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর লা লিগা। যেখানে প্রতিটি ক্লাব একটি করে ম্যাচ খেলেছে।

নিজেদের ম্যাচে জিতে শীর্ষে জায়গা করে নিয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ (দ্বিতীয়)।

প্রথম ম্যাচে যদিও ছিলেন না বেশ কয়েকজন তারকা ফুটবলার। রিও অলিম্পিকে খেলার কারণে বার্সার হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। ইনজুরির কারণে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে রাখেননি কোচ জিনেদিন জিদান। সেই সঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলা হয়নি অ্যান্তোনিও গ্রিজম্যানের। দিয়েগো সিমিওনের শিষ্যরা অবশ্য প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

 

এক ম্যাচের পারফর্মের ওপর ভিত্তি করে সপ্তাহের সেরা লা লিগা একাদশ সাজানো হয়েছে। যেখানে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও গ্যারেথ বেল।

কাতালানদের প্রথম ম্যাচে সুয়ারেজের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেন মেসি। আর রিয়ালের জয়ের ম্যাচে জোড়া গোল আসে বেলের পা থেকে।

লা লিগা একাদশ: ফার্নান্দো পাচেকো (আলভেজ), দানি কারবাহাল (রিয়াল), রাফায়েল ভারানে (রিয়াল), ভিক্টর ডিয়াজ (লিজেন্স), কাসিমিরো (রিয়াল), কেভিন-প্রিন্স বোয়েটাং (লাস পালমাস), লুকাস পেরেজ (দেপোর্তিভো), ফ্রাঙ্কো ভাজকুয়েজ (সেভিয়া), লুইস সুয়ারেজ (বার্সা), গ্যারেথ বেল (রিয়াল) ও লিওনেল মেসি (বার্সা)।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।