ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিক্রি হচ্ছে লিভারপুলের শেয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, আগস্ট ২৫, ২০১৬
বিক্রি হচ্ছে লিভারপুলের শেয়ার

ঢাকা: চীনের ধনকুবেরদের কাছে চলে যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব লিভারপুল। চীনের একটি ফার্মের কাছে বিক্রি হচ্ছে ইংলিশ ক্লাব লিভারপুলের শেয়ার।


 
লিভারপুলের বর্তমান আমেরিকান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ চীনের ফার্মটির কাছে শেয়ার বিক্রি করে দিতে রাজী হয়েছে। বর্তমান মালিক পক্ষের এমন ইচ্ছাতে ইংলিশ ক্লাবটিও কোনো দ্বিমত পোষণ করেনি।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, চীনা কোম্পানি এভারব্রাইট ও পিসিপি ক্যাপিটাল যৌথভাবে লিভারপুলের মালিকানায় ভাগ বসাতে পারে। আরও জানা যায়, বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ বিপুল পরিমান অর্থ খরচ করে বোস্টনের রেড সক্স বেসবল টিম কিনে নিয়েছে। তাই, লিভারপুলের কিছু অংশ শেয়ার তারা ইচ্ছে করেই ছেড়ে দিতে চায়।
 
মার্কিন ফার্ম ফেনওয়ে ২০১০ সালে ৩০০ মিলিয়ন পাউন্ডে কিনে নেয় লিভারপুলের মালিকানা। এখন যার মূল্য দাঁড়িয়েছে ৭০০ মিলিয়ন পাউন্ড। বর্তমানে বিশ্বের নবম ধনী ফুটবল ক্লাবটির ২০১৪-১৫ মৌসুমে রাজস্ব ছিল প্রায় ৩৩৯ মিলিয়ন পাউন্ড।
 
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।