ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তুর্কি স্কোয়াড থেকে বাদ বার্সার তুরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
তুর্কি স্কোয়াড থেকে বাদ বার্সার তুরান আরদা তুরান-ছবি:সংগৃহীত

ঢাকা: রাশিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে তুরস্ক স্কোয়াড থেকে বাদ পড়লেন বার্সেলোনা মিডফিল্ডার আরদা তুরান। সেই সঙ্গে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য বুরাক ইলমাজকেও নেওয়া হয়নি।

ইউরো ২০১৬’র গ্রুপ পর্ব থেকে বাজে পারর্ফম করা তুর্কিরা ছিটকে গিয়েছিল।

 

গত ইউরো আসরে তুরস্কের সমর্থকদের হতাশ করেন তুরান। ফলে কোচ ফাতি তারিম বার্সার তারকার ওপর আস্থা রাখতে পারেননি। পাশিপাশি সে আসরের সেলকুক ইনান, গোকহান গোনুল, হাকান বালতা ও কানের এরকিনকেও নেওয়া হয়নি।

 

আগামী বুধবার রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে তুরস্ক। পরে বিশ্বকাপ ২০১৮’র বাছাইপর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে দলটি।

তুরস্ক স্কোয়াড:

গোলরক্ষক: হারুন তেকিন, অনুর কিভ্রাক, ভলকান বাবাক্যান।

ডিফেন্ডার: আহমেত অগুজ , আহমেত ক্যালিক, সেনার ওজবেরাকলি, হাসান আলী কালদিরিম, ইসমাইল কয়বাসি, কাগলার সয়য়ানচু, সারডার আজিজ।

মিডফিল্ডার: হাকান কালহানওগলু, ইরফান ক্যান কাভেচি, মেহমেত তোপাল, ওজান তুফান, সালেহ উচান, ভলকান সেন , নুরি শাহিন, এমার মোর, ওগুজাহান ওজায়াকুপ, ওলকে সাহান, গোকহান তোরে, চেনজিক আন্ডার।

স্ট্রাইকার: চেন্ক তোসুন, ইউনুস মালি, এনেস উনাল ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘন্টা, ২৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।