ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

চেলসির টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৫, আগস্ট ২৭, ২০১৬
চেলসির টানা তৃতীয় জয়

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি এই মৌসুমে যেন নিজেদের সেরাটা ফিরে পেয়েছে। প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে চেলসি।

এবারের আসরের নবাগত বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।
 
ম্যাচের পুরোটা সময় আধিপত্য ধরে রেখে দলকে সহজেই জিততে গোল করেন এডেন হ্যাজার্ড, উইলিয়ান আর ভিক্টর মোসেস।
 
নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল চেলসি। আর দ্বিতীয় ম্যাচে ওয়াটফোর্ডকেও একই ব্যবধানে হারায় কোন্তের শিষ্যরা। ফলে, নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বেশ আত্মবিশ্বাস নিয়েই বার্নলির বিপক্ষে নেমেছিল স্বাগতিক চেলসি।
 
ম্যাচের নবম মিনিটেই লিড নেয় চেলসি। নেমানজা ম্যাটিকের অ্যাসিস্ট থেকে গোল করেন বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড। ৪১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিল তারকা উইলিয়ান। দিয়েগো কস্তার সহায়তায় গোলটি করেন তিনি।
 
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের ৮৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন ভিক্টর মোসেস। ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশী চেলসি।
 
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।