ঢাকা: স্বদেশী আইকন ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন ইউরো জয়ী জোয়াও মারিও। পর্তুগালের ক্লাব থেকে বিক্রি হওয়া সবচেয়ে দামি পর্তুগিজ খেলোয়াড় এখন ২৩ বছর বয়সী এ মিডফিল্ডার।
স্পোর্টিং লিসবন থেকে ৩৮.৪ মিলিয়ন পাউন্ডের (৪৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে মারিওকে দলে ভিড়িয়েছে ইন্টার মিলান। এর আগে রোনালদোকে (২০০৩) ১২.২৪ মিলিয়ন পাউন্ডে ও চার বছর পর নানিকে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ছেড়ে দিয়েছিল স্পোর্টিং।
সব মিলিয়ে পর্তুগাল থেকে অন্য লিগে যোগ দেওয়ার তলিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি। ২০১৩ সালে পোর্তোর জেমস রদ্রিগেজকে দলে ভেড়াতে মোনাকো যে পরিমান অর্থ ব্যয় করেছিল তার চেয়ে সামান্য পিছিয়ে মারিও।
ফ্রান্সের মাটিতে পর্তুগালের ঐতিহাসিক ইউরো জয়ে মারিওর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১০ নম্বর জার্সিতে মিডফিল্ডে সাতটি ম্যাচেই ছিলেন কোচ ফার্নান্দো সান্তোসের আস্থার মূলে। গ্রুপ পর্বের একটি ম্যাচেই কেবল বদলি হিসেবে মাঠে নামেন। দুর্দান্ত খেলা উপহার দিয়েই জায়ান্ট ক্লাবগুলোর দৃষ্টি কাড়েন উদীয়মান এ প্লে-মেকার।
এদিকে, সান্তোস থেকে রিও অলিম্পিক জয়ী গ্যাব্রিয়েল বারবোসাকে দলে ভেড়ানোর দৌড়েও এগিয়ে ইতালিয়ান জায়ান্টরা। শেষ পর্যন্ত ১৯ বছর বয়সী এ উঠতি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইতালিতে পাড়ি জমাবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআরএম