ঢাকা: তৃতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নতুন কোচ ইউনাই এমেরির অধীনে নতুন মৌসুমের শুরুতেই যেন নিজেদের দুর্বলতা প্রদর্শন করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা! মোনাকোর বিপক্ষে ৩-১ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েন কাভানি-মাতুইদি-ডি মারিয়ারা।
এ ম্যাচটি জিতলে দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে থাকতে পারতো পিএসজি। কিন্তু সমর্থকদের হতাশই করেন এমেরির শিষ্যরা। মোনাকোর মাঠে ১৩ মিনিটের মাথায় পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও মুতিনহোর গোলে পিছিয়ে পড়ে ভিজিটররা।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে স্বাগতিকদের লিড দ্বিগুন করেন তরুণ ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিনহো। ৬৩ মিনিটে পিএসজিকে ম্যাচে ফেরান উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। কিন্তু নির্ধারিত সময়ের দশ মিনিট আগে ফ্রেঞ্চ ডিফেন্ডার সার্জি অরিয়ারের আত্মঘাতী গোলে সমতায় ফেরার লক্ষ্যটা ভেস্তে যায়।
আগামী শুক্রবার (৯ সেপ্টেম্বর) পরবর্তী ম্যাচে সেইন্ট ইতিয়েন্নের মুখোমুখি হবে পিএসজি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।
পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে দুই জয় ও এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পিএসজি। সমান ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা গুইনগ্যাম্পের সংগ্রহ ৭। সমান পয়েন্টে দুইয়ে মোনাকো।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমআরএম