ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

ম্যানচেস্টার ডার্বিতে নিষেধাজ্ঞার মুখে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, আগস্ট ২৯, ২০১৬
ম্যানচেস্টার ডার্বিতে নিষেধাজ্ঞার মুখে আগুয়েরো ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার দায়ে সার্জিও আগুয়েরোকে এক ম্যাচ নিষিদ্ধ করতে পারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সেক্ষেত্রে আগামী মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বি ম্যাচে আর্জেন্টাইন তারকাকে মিস করবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হামের বিপক্ষে রোববার (২৮ আগস্ট) রাতের ম্যাচটিতে (৩-১ গোলে জয়ী সিটিজেনরা) এমন ঘটনা ঘটে। কিন্তু তা রেফারি আন্দ্রে মেরিনারের চোখে পড়েনি। টেলিভিশন রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ওয়েস্টহাম সেন্টারব্যাক উইন্সটন রেইডকে কনুই দিয়ে আঘাত করেন আগুয়েরো।

এর জের ধরেই আগুয়েরোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পর্যারোচনা করে দেখছে এফএ। চূড়ান্ত সিদ্ধান্তটা কী হবে সেটিই এখন দেখার বিষয়! এক ম্যাচে নিষিদ্ধ হলেও ম্যানইউর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা স্ট্রাইকারকে পাবে না ম্যানসিটি।

আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।