ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগেও অনিশ্চিত ইস্কো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, সেপ্টেম্বর ৬, ২০১৬
চ্যাম্পিয়নস লিগেও অনিশ্চিত ইস্কো ছবি: সংগৃহীত

ঢাকা: কঠিন সময়ই পার করছেন ইস্কো। দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদ ছাড়ার জোরালো সম্ভাবনার পর এবার যোগ হলো ইনজুরি।

অ্যাঙ্কেলে (গোড়ালি) চোট পাওয়ায় ওসাসুনার বিপক্ষে পরবর্তী ম্যাচে ছিটকে গেছেন। স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলা নিয়েও রয়েছে সংশয়।

প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়েও লড়াই করছেন ইস্কো। লা লিগায় মৌসুমের শুরুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। সেল্টা ভিগো ম্যাচে ২৪ বছর বয়সী এ মিডফিল্ডারকে স্কোয়াডেই রাখেননি কোচ জিনেদিন জিদান।

২০১৩ সালে পাঁচ বছরের চুক্তিতে মালাগা ছেড়ে রিয়ালে নাম লেখান ইস্কো। লস ব্লাঙ্কসদের হয়ে এখন পর্যন্ত ১৫১টি ম্যাচ খেলেছেন। গোল ২২টি।

আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) টানা তৃতীয় জয়ের লক্ষ্যে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। চারদিন পর (বুধবার দিবাগত রাত পৌনে ১টা) ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনের শুরুতে স্পোর্টিং লিসবনকে আতিথ্য দেবে গ্যালাকটিকোরা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।