ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

নকআউট পর্বে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
নকআউট পর্বে রিয়াল ছবি: সংগৃহীত

স্পোর্টিং লিসবনের মাঠে ২-১ ব্যবধানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। শেষদিকে, করিম বেনজেমার গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে জিনেদিন জিদানের শিষ্যরা।

ঢাকা: স্পোর্টিং লিসবনের মাঠে ২-১ ব্যবধানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। শেষদিকে, করিম বেনজেমার গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে জিনেদিন জিদানের শিষ্যরা।

এর আগে স্পোর্টিংয়ের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতেও একই ব্যবধানের জয় পেয়েছিল গ্যালাকটিকোরা।

গোলহীন থাকলেও শৈশবের ক্লাবের বিপক্ষে প্রথম গোলের নেপথ্য কারিগর ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৯ মিনিটে সিআর সেভেনের ফ্রি-কিক থেকে বল জালে জড়ান রাফায়েল ভারান। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

রিয়াল মিডফিল্ডার মাতেও কোভাচিচকে মারাত্মক ট্যাকল করে সরাসরি লাল ‍কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার জোয়াও পেরেইরা। তার আগে রিয়ালের জন্য দুঃসংবাদ বয়ে আনে, চোট পেয়ে গ্যারেথ বেলের মাঠ ‍ছাড়া।

পরে ডি-বক্সে ফাবিও কোয়েন্ত্রাওয়ের অহেতুক ট্যাকলের খেসারত দেয় ভিজিটররা। ৮০ মিনিটে পেনাল্টি থেকে স্পোর্টিংকে ম্যাচে ফেরান আদ্রিয়েন সিলভা। এর সাত মিনিট বাদেই রিয়ালকে উদ্ধার করেন বেনজেমা। সার্জিও রামোসের ক্রস থেকে হেডে স্বাগতিকদের হতাশায় ডোবান ফ্রেঞ্চ ফরোয়ার্ড। রেফারি শেষ বাঁশি বাজানোর পর শেষ ষোলো নিশ্চিতের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন রোনালদো-ইস্কো-মদ্রিচরা।

এ জয়ে রিয়ালের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটা জিইয়ে থাকলো। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশর বিপক্ষে গোল উৎসবের ম্যাচটি ৮-৪ গোলে জিতে শীর্ষস্থান ধরে রেখেছে বুরুশিয়া ডর্টমুন্ড। পাঁচ ম্যাচ শেষে ‍চার জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ১৩। দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল। আগামী মাসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

এদিকে, ‘এইচ’ গ্রুপের ম্যাচে পিছিয়ে থেকেও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে পা রেখেছে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।