ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রুস্তভের কাছে হেরে গেল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
রুস্তভের কাছে হেরে গেল বায়ার্ন মিউনিখ ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের পাঁচবারের শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে রাশিয়ান ক্লাব রস্তভ। রাশিয়ার অলিম্প-২ স্টেডিয়ামে ‘ডি’ গ্রপের পঞ্চম রাউন্ডের ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও হারতে হয় জার্মান ক্লাবটিকে। যদিও এ ম্যাচের আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে তারা।

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের পাঁচবারের শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে রাশিয়ান ক্লাব রস্তভ। রাশিয়ার অলিম্প-২ স্টেডিয়ামে ‘ডি’ গ্রপের পঞ্চম রাউন্ডের ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও হারতে হয় জার্মান ক্লাবটিকে।

যদিও এ ম্যাচের আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে তারা।

ম্যাচের ৩৬ মিনিটে ডি বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে সরাসরি কিকে রস্তভের জালে বল জড়ান ডগলাস কস্তা। আট মিনিটের ব্যবধানে ম্যাচের ৪৪ মিনিটে সারদার আজমাউনের দুর্দান্ত গোলে সমতায় (১-১) ফেরে রস্তভ।

৪৮ মিনিটে বায়ার্নের ডিফেন্ডার জেরম বোটেং প্রতিপক্ষ দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান নবোয়াকে ডি বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় রস্তভ। দিমিত্রি পোলজ গোল করে এগিয়ে (২-১) দেন দলকে।

৫২ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির বাড়ানো বলে জুয়ান বার্নাটের ফিনিশিংয়ে পাওয়া গোলে সমতায় (২-২) ফেরে বায়ার্ন।  

৬৬ মিনিটে ফ্রি-কিক পেয়ে ডি বক্সের সামান্য বাইরে থেকে গোল করে রস্তভকে ৩-২ গোলে এগিয়ে দেন ক্রিস্টিয়ান নবোয়া। শেষ ১০ মিনিট বার বার আক্রমণ শানিয়েও গোলের দেখা পায়নি বায়ার্ন। হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ফিলিপ লামের দলকে।

চ্যাম্পিয়ন্স লিগে এটিই প্রথম জয় রস্তভের। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৪। গ্রুপ ডি থেকে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ডি গ্রুপের অপর দল পিএসভি।  

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।