ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির জোড়া গোলে নকআউট পর্বে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
মেসির জোড়া গোলে নকআউট পর্বে বার্সা ছবি: সংগৃহীত

লিওনেল মেসির জোড়া গোলে স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপে থাকা কাতালানরা এর ফলে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো।

ঢাকা: লিওনেল মেসির জোড়া গোলে স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপে থাকা কাতালানরা এর ফলে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো।

চার ম্যাচ খেলা মেসির গোলের সংখ্যা ৯টি। সেল্টিকের বিপক্ষে ঘরের মাঠে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হ্যাটট্রিক আর্জেন্টাইন তারকা।

বুধবার (২৩ নভেম্বর) সেল্টিক পার্কে ম্যাচের ২৪ মিনিটে নেইমারের বাড়ানো ক্রস থেকে প্রথম গোল করেন মেসি। দ্বিতীয় গোলটি আসে ৫৫ মিনিটে পেনাল্টি থেকে। ডি বক্সের মধ্যে ইমিলিও ইজাগুয়েরে অবৈধভাবে লুইস সুয়ারেজকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি শটে সেল্টিকের গোলরক্ষক ক্রেইগ গডনকে বোকা বানান বার্সার প্রাণভোমরা। গর্ডন বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়লে আড়াআড়ি শটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।

স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে আগের ম্যাচে মেসি ও সুয়ারেজ বিহীন বার্সাকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। অসুস্থতা কাটিয়ে মেসি ও নিষেধাজ্ঞা কাটিয়ে সুয়ারেজ ফেরায় আজ ছন্দ ফিরে পায় বার্সেলোনা।  

এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের অপর ম্যাচে বরুশিয়া মনশেন গ্লাডবাখ ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ‘এ’ গ্রুপে আর্সেনাল-পিএসজি ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।  

‘ডি’ গ্রুপের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলে পিএসভিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।