ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গোল উৎসবের প্রীতি ম্যাচে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
গোল উৎসবের প্রীতি ম্যাচে বার্সার জয় ছবি: সংগৃহীত

কাতারের দোহায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ তিনজনই গোল করেছেন। ‘এমএসএন’ ত্রয়ীর নৈপুণ্যে গোল উৎসবের ম্যাচটিতে আল আহলিকে ক্লাবকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

ঢাকা: কাতারের দোহায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ তিনজনই গোল করেছেন। ‘এমএসএন’ ত্রয়ীর নৈপুণ্যে গোল উৎসবের ম্যাচটিতে আল আহলিকে ক্লাবকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

থানি বিন স্টেডিয়ামে প্রথমার্ধেই মেসি-নেইমার-সুয়ারেজের গোলে ৩-০ তে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫১ মিনিটে অাল আহলির হয়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন আরব আমিরাতের তারকা মিডফিল্ডার ওমর আব্দুল রহমান।

চার মিনিট পরেই বার্সার স্কোরিং লিস্টে নাম লেখান স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আল আলকাসের। ৫৮ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা। কিন্তু ৫৯ ও ৬৫ মিনিটে জোড়া গোল করে ম্যাচ জমিয়ে তোলেন আল আহলির সৌদি ফরোয়ার্ড মোহানাদ আসেরি। তবে নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর জালের দেখা পাননি। প্রত্যাশিত জয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

উল্লেখ্য, লা লিগায় আগামী ১৮ ডিসেম্বর (রোববার) এসপানিওলকে আতিথ্য দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে কাতালানরা।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।