ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-রোনালদোর মতো বিশ্বসেরা নয় ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
মেসি-রোনালদোর মতো বিশ্বসেরা নয় ইব্রা জ্লাতান ইব্রাহিমোভিচ-ছবি:সংগৃহীত

দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে বিশ্ব জুড়ে ব্যাপক সুনাম রয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের। বর্তমানে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা। তবে সুইডিশ এ ফুটবলারকে ‘বিশ্বসেরা’ মানতে নারাজ ইংলিশ কিংবদন্তি তারকা অ্যালান শেরার।

ঢাকা: দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে বিশ্ব জুড়ে ব্যাপক সুনাম রয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের। বর্তমানে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা।

তবে সুইডিশ এ ফুটবলারকে ‘বিশ্বসেরা’ মানতে নারাজ ইংলিশ কিংবদন্তি তারকা অ্যালান শেরার।  

বুধবার রাতের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ম্যানইউ। যেখানে দলের হয়ে জয়সূচক গোলটি আসে ৩৫ বছর বয়সী ইব্রার ‍পা থেকে। আর বিবিসির এক সাক্ষাতকারে সাবেক পিএসজি তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন ফিল নেভিল।

নেভিল বলেন, ‘সে ম্যাচের প্রতিটি মিনিটেই খেলে। ইএফল কাপ, ইউরোপিয়ান কাপ সবখানেই সমান। মাঝে সে রাশিয়াতে গেছে। এসে আবারও মাঠে নেমে পড়লো। আমি মনে করি সে বিশ্বমানের ফুটবলার। বিশ্ব সেরা ফুটবলাররা কী করে? তারা প্রতিটি মিনিটই খেলে। কোনো রকম বিশ্রাম নেয় না। ’

এদিকে নেভিলের এমন মন্তব্যে অবশ্য খুশি হতে পারলেন না প্রিমিয়ার লিগের রেকর্ড গোলস্কোরার। তার মতে বর্তমানের সেরা তারকাদের সঙ্গে ইব্রার তুলনা চলে না, ‘আমরা যদি বিশ্ব সেরা তারকাদের দিয়ে তাকাই, মেসি, রোনালদো ও সুয়ারেজ। ইব্রা কি তাদের মতো সেরা? সে এক সময় বিশ্বমানের ছিল। ’   

ইব্রা রেড ডেভিলসদের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচে করেছেন ১৩ গোল। মাঝে টানা ছয় ম্যাচের গোলখরা কাটিয়ে আবার কদিন ধরে ফিরেছেন গোলের ধারায়। এদিকে ইউনাইটেডের অবস্থা ঠিক সন্তোষজনক নয়, লিগে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয়ে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।