ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

সাফে ভারতকে রুখে দিল বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, ডিসেম্বর ৩১, ২০১৬
সাফে ভারতকে রুখে দিল বাংলাদেশ সাফে ভারতকে রুখে দিল বাংলাদেশ/ছবি: সংগৃহীত

ঢাকা: সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তিনবারের চ্যাম্পিয়ন ভারতের মেয়েদের রুখে দিল বাংলাদেশের প্রমীলা ফুটবল দল। গ্রপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাবিনা খাতুন ও তার দল।

সাফে এই প্রথম ভারতের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ।

শনিবার (৩১ ডিসেম্বর) শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথমার্ধের পুরো সময় গোলের দেখা পায়নি স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ।

ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় দু’দলকে।

সাফে ভারতকে রুখে দিল বাংলাদেশ/ছবি: সংগৃহীতসন্দেহাতীত ভাবেই শক্তিমত্তা ও মাঠের রণ কৌশলে ভারত এগিয়ে থাকায় ধারণা করা হচ্ছিল দ্বিতীয়ার্ধে ঠিকই লাল-সবুজের জালে বল ঠেলে লিড নেবে। কিন্তু কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের গড়া রক্ষণে তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত হলে পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যায় সাফের সেমিফাইনালে।

সোমবার (২ জানুয়ারি) সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপের মেয়েরা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।