ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শীর্ষে ফেদেরার, মেসির উপরে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
শীর্ষে ফেদেরার, মেসির উপরে রোনালদো বাঁ থেকে মেসি, ধোনি, রোনালদো এবং কোহলি/ছবি: সংগৃহীত

সবচেয়ে বিপণনযোগ্য (মোস্ট মার্কেটেবল) ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে জায়গা পেয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার। এই তালিকায় শীর্ষ ৩০ জনের মধ্যে ক্রিকেটার হিসেবে রয়েছেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি আর বর্তমান দলপতি বিরাট কোহলি।

লন্ডন স্কুল অব মার্কেটিংয়ের এক জরিপে এই তালিকা প্রস্তুত করা হয়। যেখানে ক্রীড়াবিদদের গত বছরের আয়কে প্রাধান্য দেওয়া হয়।

আয়ের অংশ হিসেবে খেলোয়াড়দের স্পন্সরশিপ চুক্তিকেও নিয়ে আসা হয়েছে।

গত বছর সর্বোচ্চ ৪৯.২ মিলিয়ন পাউন্ড উপার্জন করে তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার। বাস্কেটবল খেলোয়াড় লেবর্ন জেমস ৪৪.৩ মিলিয়ন পাউন্ড আয় করে তালিকায় দুইয়ে। তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে গলফের কোর্ট মাতানো ফিল মিকেলসন (৪১ মিলিয়ন পাউন্ড) এবং টাইগার উডস (৩৬ মিলিয়ন পাউন্ড)।

২৬.২ মিলিয়ন পাউন্ড আয় করে তালিকায় আট নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের মধ্যে সবার শীর্ষে। গত বছর ইউরো চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রোনালদো ব্যালন ডি অরের পাশাপাশি পেয়েছেন ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড। পুরো মৌসুম জুড়েই তিনি ছিলেন দুর্দান্ত পারফরমার।

রোনালদোর পর তালিকায় ১১ নম্বরে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বার্সেলোনার আইকনের গত বছর আয় ছিল ২৩ মিলিয়ন পাউন্ড। মেসির পরই জায়গা হয়েছে ভারতের দলপতির পদ থেকে সদ্যই সড়ে দাঁড়ানো মহেন্দ্র সিং ধোনি। ২২.১ মিলিয়ন পাউন্ড আয় করে তিনি রয়েছেন ১২ নম্বরে।

১৪ নম্বরে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। বার্সার এই প্রাণভোমরার অর্জন ছিল ১৮.৯ মিলিয়ন পাউন্ড। কোহলি রয়েছেন ১৯ নম্বরে। ভারতীয় অধিনায়কের অর্জন ছিল ১৪.৮ মিলিয়ন পাউন্ড।

শীর্ষ ৩০ জনের তালিকায় রয়েছেন:
১। রজার ফেদেরার টেনিস ৪৯.২ মিলিয়ন পাউন্ড
২। লিবর্ন জেমস বাস্কেটবল ৪৪.৩ মিলিয়ন পাউন্ড
৩। ফিল মিকেলসন গলফ ৪১ মিলিয়ন পাউন্ড
৪। টাইগার উডস গলফ ৩৬ মিলিয়ন পাউন্ড
৫। কেভিন ডুরান্ট বাস্কেটবল ২৯.৫ মিলিয়ন পাউন্ড
৬। ররি ম্যাকলরয় গলফ ২৮.৭ মিলিয়ন পাউন্ড
৭। নোভাক জকোভিচ টেনিস ২৭.৯ মিলিয়ন পাউন্ড
৮। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ২৬.২ মিলিয়ন পাউন্ড
৯। জর্ডান গলফ ২৬.২ মিলিয়ন পাউন্ড
১০। নাদাল টেনিস ২৬.২ মিলিয়ন পাউন্ড
১১। লিওনেল মেসি ফুটবল ২৩ মিলিয়ন পাউন্ড
১২। ধোনি ক্রিকেট ২২.১ মিলিয়ন পাউন্ড
১৩। কব ব্রায়ান্ট বাস্কেটবল ২০.৫ মিলিয়ন পাউন্ড
১৪। নেইমার ফুটবল ১৮.৯ মিলিয়ন পাউন্ড
১৫। কেই নিশিকোরি টেনিস ১৬.৪ মিলিয়ন পাউন্ড
১৬। উসাইন বোল্ট অ্যাথলেটিক্স ১৬.৪ মিলিয়ন পাউন্ড
১৭। সেরেনা উইলিয়ামস টেনিস ১৬.৪ মিলিয়ন পাউন্ড
১৮। মারিয়া শারাপোভা টেনিস ১৬.৪ মিলিয়ন পাউন্ড
১৯। বিরাট কোহলি ক্রিকেট ১৪.৮ মিলিয়ন পাউন্ড
২০। জ্যাকোব পাকান বাস্কেটবল ১৩.৯ মিলিয়ন পাউন্ড
২১। পেটন ম্যানিং আমেরিকান ফুটবল ১২.৩ মিলিয়ন পাউন্ড
২২। অ্যান্ডি মারে টেনিস ১২.৩ মিলিয়ন পাউন্ড
২৩। ডেরিক রোজ বাস্কেটবল ১১.৫ মিলিয়ন পাউন্ড
২৪। নিউটন আমেরিকান ফুটবল ৯.৮ মিলিয়ন পাউন্ড
২৫। ফ্লয়েড বক্সিং ৯.৮ মিলিয়ন পাউন্ড
২৬। ডোয়াইন ওয়েড বাস্কেটবল ৯.৮ মিলিয়ন পাউন্ড
২৭। ড্রিউ ব্রেস আমেরিকান ফুটবল ৯.৮ মিলিয়ন পাউন্ড
২৮। গালাগাল কারি বাস্কেটবল ৯.৮ মিলিয়ন পাউন্ড
২৯। গ্যারেথ বেল ফুটবল ৯ মিলিয়ন পাউন্ড
৩০। কাইল আরভিং বাস্কেটবল ৯ মিলিয়ন পাউন্ড

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।