ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নতুন বছরে অপ্রতিরোধ্য মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
নতুন বছরে অপ্রতিরোধ্য মেসি লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ই কী তাঁতিয়ে দিয়েছে লিওনেল মেসিকে! নতুন বছরে যেন আরো অপ্রতিরোধ্য বার্সেলোনার প্রাণভোমরা। এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর খেলোয়াড়ের তালিকায় সবার উপরে আর্জেন্টাইন আইকন।

বলা চলে, ২০১৭ সালে মর্যাদাপূর্ণ কোনা অ্যাওয়ার্ড হাতছাড়া না করার মিশনে নেমেছেন ২৯ বছর বয়সী মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্টে দুর্দান্ত গতিতে ছুটছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এ মৌসুমে এরই মধ্যে ২৭ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২৯ বার (১৬টি লিগ ম্যাচে ১৫)।  

গত বছর বার্সার হয়ে লা লিগার শিরোপা জিতলেও বর্ষসেরা হওয়ার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার রোনালদোর কাছে হার মানেন মেসি। ব্যক্তিগত অ্যাওয়ার্ডে রিয়াল মাদ্রিদ তারকার ছায়া হয়ে থাকতে হয়।

হতাশা ভুলে সবকিছু পুনরুদ্ধারে চোখ রাখছেন মেসি। সেই লক্ষ্যে দূরন্ত ফর্ম নিয়ে শুরু করেছেন নতুন পঞ্জিকাবর্ষ। সবশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনাল নির্ধারণীতে তারই ধারাবাহিকতা চোখে পড়েছে। পুরো ম্যাচ জুড়েই প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন। ৫-২ ব্যবধানের দাপুটে জয়ে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি দু’টির উৎসমূলে ছিলেন মেসিই।

স্পেনে ২০১৭ সালের শুরুর সপ্তাহগুলোতে মেসির সঙ্গে তুলনায় আসতে পারবে না কেউ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্ট তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বী লুইস সুয়ারেজ ও অ্যান্তোনি গ্রিজম্যান। তিনজনের স্কোর যথাক্রমে ৬/২, ৫/২, ৫/১।

প্রসঙ্গত, একদিক থেকে সবার উপরে সুয়ারেজ। সতীর্থদের দিয়ে গোল করানোতেও দক্ষতা দেখিয়ে যাচ্ছেন উরুগুইয়ান ‘গোলমেশিন’। বার্সার জার্সিতে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫১টি অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ। ২০১৪ সালে ন্যু ক্যাম্পে তার অভিষেকের পর আরো কোনো লা লিগা খেলোয়াড় এতো সংখ্যক গোলে সহায়তা করতে পারেননি।

মেসির উজ্জ্বল পারফরম্যান্সে লা লিগা ও কোপা দেল রের শিরোপা ধরে রাখতে মরিয়া কাতালানরা। লিগ টেবিলে তাদের বর্তমান অবস্থান তৃতীয়। দুই পয়েন্টের লিড নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা রিয়াল (১৮ ম্যাচে ৪৩)। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে সেভিয়া। অন্যদিকে, উড়ন্ত জয়ে কোপার সেমিতে পা রেখেছে লুইস এনরিকের শিষ্যরা। সামনে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের (শেষ ষোলো) চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রতিপক্ষ পিএসজি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।