ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিরিআ অ্যাওয়ার্ডে জুভেন্টাসের জয়জয়কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
সিরিআ অ্যাওয়ার্ডে জুভেন্টাসের জয়জয়কার বর্ষসেরা একাদশে আছেন দিবালা ও হিগুয়েইন-ছবি:সংগৃহীত

ইতালিয়ান ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর সিরিআ লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। সোমবার রাতে মিলানে গ্র্যান গালা দেল ক্যালসিওতে পুরস্কার জয়ে অবশ্য জুভেন্টাসের একক আধিপত্য দেখা গেছে। প্রত্যাশিতভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটিই জিতেছে বড় পুরস্কার গুলো।

২০১৫-১৬ মৌসুমে জুভিদের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রি জিতেছেন সেরা কোচের পুরস্কার। যেখানে জুভেন্টাস জিতেছে সেরা ক্লাবের তকমা।

এছাড়া সিরিআ বর্ষসেরা একাদশে সাতজনই রয়েছেন জুভেন্টাস থেকে। যেখানে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে দলটি।

বর্ষসেরা একাদশে রয়েছেন জুভেন্টাসের তারকা ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। তবে এদিন তার সাফল্য ছিল আরও বেশি। হয়ে সিরিআ’র বর্ষসেরা ফুটবলার।

চলতি মৌসুমে জুভেন্টাস এখন পর্যন্ত ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমা থেকে চার পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। রোমা আবার এক ম্যাচ বেশি খেলেছে। লিগে পরবর্তী ম্যাচে জুভিরা খেলবে শক্ত প্রতিপক্ষ এসি মিলানের বিপক্ষে।

বর্ষসেরা সিরিআ দল: জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), আন্দ্রে বারজাগলি (জুভেন্টাস), বনুচ্চি (জুভেন্টাস), জিওর্জিও চিয়েল্লিনি (জুভেন্টাস), কালিদো কোওলিবেলি (নাপোলি), মিরালেম পিজ্যানিক (জুভেন্টাস), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড, পূর্বের জুভেন্টাস), রাদজা নাইনগোলান (রোমা), মারেক হ্যামসিক (নাপোলি), পাওলো দিবালা (জুভেন্টাস) ও গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।