ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সাকে ছাড়িয়ে ইউরোপ সেরা ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
বার্সাকে ছাড়িয়ে ইউরোপ সেরা ইউনাইটেড ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে টানা অপরাজেয় থাকার নতুন রেকর্ড ইউনাইটেডের/ছবি: সংগৃহীত

ঘরের মাঠে হাল সিটির বিপক্ষে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় হতাশ হতেই পারেন হোসে মরিনহো। কিন্তু, প্রিমিয়ার লিগে টানা অপরাজেয় থাকার ধারাটা ঠিকই ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতেই রেকর্ডবুকে সবাইকে ছাড়িয়ে গেছে মরিনহোর শিষ্যরা।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে টানা ১৪ ম্যাচে অপরাজেয় থাকার নতুন রেকর্ড গড়েছে ইংলিশ জায়ান্টরা। হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্রয়ের আক্ষেপের মধ্য দিয়েই নিজেদের নতুন উচ্চতায় তুলে ধরে তারা।

ছাড়িয়ে যায় বার্সেলোনাকে।

সবশেষ গত বছরের অক্টোবরে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে হারের পর লিগ ম্যাচ আর কোনো দলই ম্যানইউকে হারাতে পারেনি। এ তালিকার শীর্ষ পাঁচে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব টটেনহাম (আট ম্যাচ)। ১১ ম্যাচে অপরাজিত থেকে বার্সার পর তৃতীয় স্থানে নাপোলি।

...আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) টানা অপরাজেয় থাকার সংখ্যাটা ১৫-তে নিয়ে যাওয়ার লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির মাঠে নামবে রেড ডেভিলসরা। কিং পাওয়ার স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।

পয়েন্ট টেবিলে অবশ্য ম্যানইউর অবস্থান খুব একটা ভালো নয়। ২৩ ম্যাচ শেষে ৪২ পয়েন্টে ষষ্ঠ স্থান। শীর্ষ চারের লড়াইটা এখন চার ও পাঁচ নম্বরে থাকা লিভারপুল ও ম্যানসিটির সঙ্গে। দু’দলেরই পয়েন্ট সমান ৪৬। ৫৬ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে চেলসি। সমান ৪৭ পয়েন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে টটেনহাম ও অার্সেনাল।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।