ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০২২ পর্যন্ত বার্সায় স্টেগেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৭
২০২২ পর্যন্ত বার্সায় স্টেগেন বার্সায় লম্বা ক্যারিয়ার দেখছেন স্টেগেন/ছবি: সংগৃহীত

তিন বছর আগে মাত্র ২২ বছর বয়সে বার্সায় পাড়ি জমান মার্ক আন্দ্রে টার স্টেগেন। শুরুর দিকে দলে নিয়মিত হতে অনেক লড়াই করতে হয়েছে। সামর্থ্যের জানান দিয়েই নিজেকে দলের অপরিহার্য সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এ প্রতিভাবান জার্মান গোলরক্ষক।

২০১৬-১৭ মৌসুমে কোচ লুইস এনরিকের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন স্টেগেন। তার ওপর পূর্ণ আস্থা রাখছে বার্সা।

পাঁচ বছরের দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। বলা বাহুল্য, কোচ হিসেবে নতুন মৌসুমে এনরিকের উত্তরসূরি হচ্ছেন আর্নেস্টো ভালভার্ডে। ইতোমধ্যেই তার সঙ্গে দু’বছরের চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্টরা।

সব ঠিক থাকলে ২০২২ সালের জুন পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন ২৫ বছর বয়সী স্টেগেন। আগের চুক্তিটির মেয়াদ ছিল ২০১৯ পর্যন্ত। মঙ্গলবার (৩০ মে) আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে বলে অফিসিয়াল বিবৃতিতে নিশ্চিত করেছে বার্সা।

২০১৪ সালে বুরুশিয়া মনশেনগ্লাডবাখ ছেড়ে বার্সায় নাম লেখান স্টেগেন। এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৯৩টি (লিগে ৪৩)। প্রথম মৌসুমে লা লিগায় এক ম্যাচেও সুযোগ পাননি। পরের মৌসুমে ৭ ম্যাচে তাকে গোলবারের নিচে দেখা ‍যায়। আর সবশেষ সিজনে সবকটি (৩৬) লিগ ম্যাচেই দলের ভরসার প্রতীক। বোঝাই যাচ্ছে, বার্সায় নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন মার্ক আন্দ্রে টার স্টেগেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।