ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ফুটবল

পেলের সঙ্গে থাকবেন না ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৫, জুন ১, ২০১৭
পেলের সঙ্গে থাকবেন না ম্যারাডোনা ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা-ব্রাজিল। দুই দেশের দুই জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনা-পেলের মধ্যেও ছিল প্রতিদ্বন্দ্বিতার তীব্র আঁচ। দুই দেশের বর্তমান সুপারস্টার মেসি-নেইমারের মধ্যে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও, সম্ভবত এখনও ম্যারাডোনা-পেলে দ্বন্দ্ব কাটেনি।

ম্যারাডোনা আর পেলে এই দুই আইকনকেই এক মঞ্চে আনার চেষ্টা করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন৷ আর্জেন্টাইন ফুটবলের জাদুকর ম্যারাডোনার কারণে সেই চেষ্টায় গুঁড়েবালি!

আগামী ৯ জুন অস্ট্রেলিয়ায় মেলর্বোন ক্রিকেট গ্রাউন্ডে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানেই ধারাবিবরণীতে পেলের পাশে ম্যারাডোনাকে চেয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

কিন্তু, ম্যারাডোনা সাফ জানিয়ে দিয়েছেন, প্রীতি ম্যাচে ধারাবিবরণীতে পেলের সাথে থাকতে পারবেন না। কিন্তু, কি কারণে আর্জেন্টাইন সাবেক এই সুপারস্টার এমন সিদ্ধান্ত নিয়েছেন তা জানাননি।

শেষবার ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যারাডোনা ও পেলেকে এক সঙ্গে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ০১ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।