ছবি: সংগৃহীত
ফের জাপান যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। চলতি মাস জুনের যে কোনো একসময় দেশটির জে-গ্রিন সাকাই একাডেমিতে যাচ্ছে কৃষ্ণারা। এ বছরের সেপ্টেম্বরে আসন্ন এএফসি অ-১৬ এর চূড়ান্ত পর্বের প্রস্তুতি হিসেবে এ জাপান যাত্রা তাদের।
এর আগে এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে একই একাডেমিতে গিয়েছিল মেয়েরা। ওই সময় তারা জেগ্রিন সাকাই ল্যাডিস ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিয়েছে।
এসময় বিভিন্ন দলের বিপক্ষে মোট সাতটি ম্যাচ খেলেছে সানজিদারা। এর মধ্যে থাইল্যান্ডের অ-১৬ দলও ছিল।
এবারের সফরে তিন ম্যাচ খেলানোর চিন্তা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।
এর আগে একই টুর্নামেন্টের প্রস্তুতিতে বাংলাদেশের মেয়ে চীন ও সিঙ্গাপুর সফর করেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ০১ জুন, ২০১৭
জেএইচ/এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।