ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফুটবল

উরুগুয়েকে উড়িয়ে দিলো ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৯, জুন ৮, ২০১৭
উরুগুয়েকে উড়িয়ে দিলো ইতালি ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ইতালি। দলের হয়ে শেষদিকে একটি করে গোল করেন এডার ও ড্যানিয়েল ডি রস্সি। তবে প্রথমার্ধের শুরুতেই হোসে জিমেনজের আত্মঘাতি গোলে পিছিয়ে যায় উরুগুয়ে।

এদিন নিরপেক্ষ ভেন্যু ফ্র্যান্সের নিসে খেলতে নামে ইতালি ও উরুগুয়ে। তবে ম্যাচের সাত মিনিটেই জিমেনজের আত্মঘাতি গোলে লিড পায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

প্রথমার্ধ অবশ্য আর কোনো গোল হয়নি। বিরতির পরও ম্যাচে গোলের দেখা হচ্ছিল না। কিন্তু ৮২ মিনিটে এডারের গোলে লিড দ্বিগুণ হয় আজ্জুরিদের। আর ইনজুরি সময়ে রস্সির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ০৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।