ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

ফুটবল

রোমাঞ্চকর ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়লো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, জুন ১১, ২০১৭
রোমাঞ্চকর ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়লো ইংল্যান্ড ছবি:সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ রোমাঞ্চ জাগিয়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করলো ইংল্যান্ড। মজার কথা দু’দলের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের পরে। তবে ইনজুরি সময়ে হ্যারি কেইন গোল করে ইংলিশদের হারের হাত থেকে রক্ষা করেন।

শনিবার রাতে গ্লাসগোর হাম্পডেন পার্কে খেলতে নামে দু’দল। তবে বাছাইপর্বে কোনো ম্যাচে না হারা ইংল্যান্ডই আক্রমণে এগিয়ে ছিলো।

কিন্তু কোনো গোলের দেখা পাচ্ছিল না সাউথগেটের শিষ্যরা।

ম্যাচের ৭০ মিনিটে প্রথম লিড পায় ইংল্যান্ড। অ্যালেক্স অক্সলেড-চাম্বারলাইনের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ৮৭ থেকে ৯০ মিনিটের মধ্যে লেই গ্রিফিথের জোড়া গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। তবে ইনজুরি সময়ে কেইন গোল করে ড্র নিশ্চিত করেন।

এই ড্রয়ের পর ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। মাল্টাকে ২-০ গোলে হারানো স্লোভেনিয়া ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ১১ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।