ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কর ফাঁকির অভিযোগ অস্বীকার রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
কর ফাঁকির অভিযোগ অস্বীকার রোনালদোর কর ফাঁকির অভিযোগ অস্বীকার রোনালদোর-ছবি:সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো নামে ওঠা কর ফাঁকি দেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করলেন তিনি। শুধু তাই নয়, কর ফাঁকি বিতর্কের মাঝেই তারকা এ ফুটবলারের পাশে দাঁড়াল তার ক্লাব রিয়াল মাদ্রিদ।

স্পেনের আদালতে সিআর সেভেনের নামে অভিযোগ ২০১১-১৪ এই তিন বছরে তিনি কর ফাঁকি দিয়েছেন ১৪.৭ মিলিয়ন ইউরো। বুধবার যে অভিযোগ উড়িয়ে রোনালদো বলেছেন, ‘এর মধ্যে লুকোনোর কিছু নেই।

বা কিছু গোপন করারও কোনও ইচ্ছে নেই। ’ এমনকি তার তরফে ম্যানেজমেন্ট সংস্থাও একই দাবি করে।

এমনকি রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদও এ দিন জানিয়ে দিয়েছে, পর্তুগিজ অধিনায়কের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। রিয়ালের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘রোনালদোর পাশেই রয়েছে ক্লাব। কারণ, সে আইন মেনে চলে এসেছে এতদিন। ক্লাব আশাবাদী, ওর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন তা প্রমাণ করতে পারবে রোনালদো’।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৫ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।