ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফুটবল

প্রথম ম্যাচেই অনিশ্চিত সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, জুন ১৮, ২০১৭
প্রথম ম্যাচেই অনিশ্চিত সানচেজ ছবি: সংগৃহীত

কনফেডারেশনস কাপ মিশন শুরুর আগে চিলির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আলেক্সিস সানচেজ ও গোলরক্ষক ক্লদিও ব্রাভোর ইনজুরি। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দু’জনের খেলা নিয়ে রয়েছে জোরালো সংশয়।

রোববার (১৮ জুন) মস্কোতে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় ম্যাচটি শুরু হবে। ‘বি’ গ্রুপে চিলির অপর দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে ভোগা সানচেজের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ হুয়ান অ্যান্তোনিও পিজ্জি। শুরুর একাদশে খেলার সম্ভাবনা কম। ঝুঁকি এড়াতে ক্যামেরুনের বিপক্ষে তার মাঠে নামাও অনিশ্চিত।

এখনো পুরোপুরি সেরে উঠেননি আর্সে সানচেজ। মস্কোতে দলের সবশেষ ট্রেনিং সেশনে অংশ নেননি আর্সেনাল তারকা। এতেই চিলি শিবিরে যুক্ত হয় বাড়তি উদ্বেগ। অন্যদিকে, পায়ের ইনজুরির কারণে অনিশ্চিয়তায় ব্রাভো। তাকে খেলানো হবে কিনা তা ম্যাচ ফিটনেসের ওপরই নির্ভর করছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।