ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

ফুটবল

প্রীতি ম্যাচে ম্যানইউ’র জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৭, আগস্ট ৩, ২০১৭
প্রীতি ম্যাচে ম্যানইউ’র জয় ছবি:সংগৃহীত

প্রাক মৌসুমটা ভালোই কাটলো ম্যানচেস্টার ইউনাইটেডের। সর্বশেষ প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব সাম্পোদোরিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারালো হোসে মরিনহোর শিষ্যরা।

ডাবলিনে এদিন ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যেখানে খেলার ৪৪ মিনিটে ম্যানইউকে লিড এনে দেন স্প্যানিশ তারকা হুয়ান মাতা।

আর তিন মিনিট পরেই দলের নতুন সাইনিং রোমেলু লুকাকু লিড দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে অবশ্য প্রতিপক্ষে স্কট টমিনে একটি গোল শোধ করেন। তবে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

প্রাক মৌসুমে মোট সাতটি ম্যাচ খেলেছে ম্যানইউ। যেখানে একটি হারের বিপরীতে ছয়টিতে জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা। হারিয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মতো দলকে। তবে বার্সেলোনার বিপক্ষে হেরে যায়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।