বৃহস্পতিবার (৩ আগস্ট) নেইমারের পক্ষ থেকে পিএসজির আইনজীবী হুয়ান দে দিয়োস রিলিজ ক্লজের পুরো অর্থ জমা দিতে লা লিগা কার্যালয়ে এসেছিলেন। কিন্তু তা গ্রহণ না করার বিষয়টি এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে সংস্থাটি।
এতে নতুন করে একটা অনিশ্চয়তায় পড়েছেন ব্রাজিলিয়ান আইকন। অবশ্য ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন লা লিগার প্রধান হাভিয়ের তেবাস। দলবদলের আনুষ্ঠানিকতা যে করবেন না সেটি বুধবার (২ আগস্ট) নেইমারের বার্সা ছাড়ার নিশ্চিত খবর ছড়িয়ে পড়ার পরই জানিয়ে রেখেছিলেন।
বলেছিলেন, বিশাল অঙ্কের ট্রান্সফার চুক্তিতে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থার এফএফপি’র যে নীতিমালা রয়েছে তা লঙ্ঘিত হতে পারে। এর জেরে নেইমারকে পাওয়ার দ্বারপ্রান্তে এসে নতুন করে ঝামেলার মধ্যে পড়লো ফ্রেঞ্চ পরাশক্তিরা।
নিয়ম অনুযায়ী, টানা তিন মৌসুমে কোনো ক্লাব ৩০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতি দেখাতে পারবে না। যেখানে এক নেইমারকে আনতেই পিএসজির ২২২ মিলিয়ন ব্যয় হচ্ছে। বর্তমান ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে কোনো খেলোয়াড় যেতে চাইলে চুক্তি অনুযায়ী পুরো রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে আগ্রহী ক্লাব বাধ্য। পিএসজির বেলায়ও তাই হয়েছে।
এদিকে, নেইমারকে বরণ করে নিতে সব প্রস্তুতি সেরে রেখেছে প্যারিস। তা ছুঁয়ে গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকেও। বলা হচ্ছে কয়েকদিনের মধ্যেই মেডিকেল সম্পন্ন হয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। কিন্তু তার আগে লা লিগা কর্মকর্তাদের হস্তক্ষেপে নেইমারের দলবদলই যে ঝুলে গেল!
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৭
এমআরএম
আরও পড়ুন...
** নেইমারের আগমন-উচ্ছ্বাস ছুঁয়েছে ফ্রান্স প্রেসিডেন্টকেও
** ‘এই বিশ্বাসঘাতককে ধরিয়ে দিন’
** অনেক ভালোবাসায় বন্ধু নেইমারকে বিদায় জানালেন মেসি
** পিএসজিতে নেইমারের বেতন ২৮৬ কোটি!
** বার্সা ছেড়ে দেওয়ায় বোনাস পাচ্ছেন না নেইমার!
** কেন পিএসজিতে যাচ্ছেন নেইমার?
** বার্সার সতীর্থদের ‘গুডবাই’ বলে দিলেন নেইমার