অনেক নাটকের পর গত বৃহস্পতিবার পিএসজিতে নাম লেখান নেইমার। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে গিয়ে এখনও ফরাসি ক্লাবটির জার্সি গায়ে মাঠে নামা হয়নি নেইমারের।
এদিকে, নতুন খবর ছড়িয়ে পড়েছে। নেইমারের শৈশবের ক্লাব সান্তোস বার্সার কাছে নেইমারের ট্রান্সফার ফি’র ভাগ দাবি করেছে। ২০১৩ সালে এই সান্তোস থেকে পাঁচ বছরের চুক্তিতে নেইমার বার্সায় নাম লেখান। তখন চুক্তিপত্রে শর্ত হিসেবে ছিল, বার্সাকে এই ৫ বছরে সান্তোসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে হবে, যার পুরো আয় সান্তোস পাবে। বার্সা সান্তোসের বিপক্ষে ২০১৩ সালে একটি ম্যাচ (গাম্পার ম্যাচ) খেললেও বাকিটি খেলার কোনো সুযোগ পায়নি। তাতে সান্তোসের কি যায় আসে? ঠিকই শর্ত মোতাবেক ৪৫ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে বার্সার কাছে।
শর্তে আরও ছিল, যদি নেইমার বার্সা ছেড়ে অন্য কোথাও যায়, তাহলে ট্রান্সফার ফির ৫ শতাংশ দিতে হবে সান্তোসকে। তাতে, নেইমারের ট্রান্সফার ফি বাবদ সান্তোসকে দিতে হবে ৮৯ লাখ ইউরো।
তবে, বার্সা জানাচ্ছে, নেইমার দলবদলের মার্কেটে ফ্রি ছিল, অন্য একটি দল তার বাই আউট ক্লজ পরিশোধ করে তাকে নিয়ে যাওয়ায় ৫ ভাগ কমিশন সান্তোসকে দিতে বাধ্য নয়।
চুক্তির শর্তে আরও ছিল, নেইমার যদি ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা করে নিতে পারেন, সান্তোসকে বাড়তি বোনাস হিসেবে ২ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সাকে। ২০১৫’তে মেসি-রোনালদোর সাথে নেইমারও ছিলেন, যেখানে তৃতীয় হন ব্রাজিল তারকা। সেবার বার্সার গচ্চা যায় ২০ লাখ ইউরো। ২০১৩ সালে ৫ কোটি ৭০ লাখ ইউরো দিয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে এসেছিল বার্সা। পরে অবশ্য জানা গিয়েছিল, বার্সার আসলে ৮ কোটি ইউরোরও বেশি খরচ করতে হয়েছে। সেটার সিংহভাগই গেছে নেইমারের বাবা ও তার স্বত্বাধিকার প্রতিষ্ঠানের পক্ষে, সান্তোস পেয়েছে কমই। এবার কি ছেড়ে দেবে সান্তোস?
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৭
এমআরপি