ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মৌসুমের প্রথম ম্যাচেই ছিটকে গেলেন সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
মৌসুমের প্রথম ম্যাচেই ছিটকে গেলেন সানচেজ ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দলের সেরা তারকাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আর্সেনালকে। ইনজুরির কারণে খেলতে পারছেন না চিলিয়ান আইকন আলেক্সিস সানচেজ।

সাম্প্রতিক সময়ে দলবদলের বাজারে আলোচিত খেলোয়াড়দের একজন সানচেজ। তার ক্লাব ছাড়ার জোরালো সম্ভাবনাই জেগেছিল।

এখন অবশ্য আগের সেই অবস্থান নেই।

এক প্রেস কনফারেন্সে কোচ আর্সেন ওয়েঙ্গার নিশ্চিত করেছেন লিচেস্টার সিটির বিপক্ষে হোম ম্যাচটিতে সানচেজের খেলা হচ্ছে না। এমিরেটস স্টেডিয়ামে শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১টায় খেলা শুরু হবে।

গত রোববার (৬ আগস্ট) অনুশীলনে পেটে আঘাত পান সানচেজ। দু’দিন আগে স্ক্যান করানো হয়েছে। তবে কত সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত করা হয়নি।

সাবেক বার্সেলোনা তারকাকে পাওয়ার দৌড়ে পিএসজি ও ম্যানচেস্টার সিটির নাম শোনা যাচ্ছে। এ ব্যাপারে ওয়েঙ্গারের অভিমত, ‘আমি এ মুহূর্তে ব্যাপারটি নিয়ে কিছু বলতে পারবো না। আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রস্তাব পাইনি। ’

তিন বছর আগে বার্সা ছেড়ে আর্সেনালে যোগ দেন ২৮ বছর বয়সী সানচেজ। এই তিন মৌসুমে সব মিলিয়ে ১৪৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৭২ বার (প্রিমিয়ার লিগে ১০৩ ম্যাচে ৫৩টি)।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ৯ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।