সাম্প্রতিক সময়ে দলবদলের বাজারে আলোচিত খেলোয়াড়দের একজন সানচেজ। তার ক্লাব ছাড়ার জোরালো সম্ভাবনাই জেগেছিল।
এক প্রেস কনফারেন্সে কোচ আর্সেন ওয়েঙ্গার নিশ্চিত করেছেন লিচেস্টার সিটির বিপক্ষে হোম ম্যাচটিতে সানচেজের খেলা হচ্ছে না। এমিরেটস স্টেডিয়ামে শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১টায় খেলা শুরু হবে।
গত রোববার (৬ আগস্ট) অনুশীলনে পেটে আঘাত পান সানচেজ। দু’দিন আগে স্ক্যান করানো হয়েছে। তবে কত সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত করা হয়নি।
সাবেক বার্সেলোনা তারকাকে পাওয়ার দৌড়ে পিএসজি ও ম্যানচেস্টার সিটির নাম শোনা যাচ্ছে। এ ব্যাপারে ওয়েঙ্গারের অভিমত, ‘আমি এ মুহূর্তে ব্যাপারটি নিয়ে কিছু বলতে পারবো না। আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রস্তাব পাইনি। ’
তিন বছর আগে বার্সা ছেড়ে আর্সেনালে যোগ দেন ২৮ বছর বয়সী সানচেজ। এই তিন মৌসুমে সব মিলিয়ে ১৪৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৭২ বার (প্রিমিয়ার লিগে ১০৩ ম্যাচে ৫৩টি)।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ৯ আগস্ট, ২০১৭
এমআরএম