ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

হংকংয়ে এক গোল হজম করে বিরতিতে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, অক্টোবর ১৪, ২০২৫
হংকংয়ে এক গোল হজম করে বিরতিতে বাংলাদেশ সংগৃহীত ছবি

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতে লেগে আজ হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে শুরুটা ভালো হলো না বাংলাদেশর।

স্বাগতিক হংকংকে পেনাল্টি উপহার দিয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে কাই তাক স্পোর্টস সিটি স্টেডিয়ামে ভালো লড়াই করেছে বাংলাদেশ। তবে পাঁচ ডিফেন্ডার নিয়ে নামা বাংলাদেশ প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল হংকং চায়নাই। ২০ মিনিটে লিওন জোনসের হেড সহজেই তালুবন্দী করেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। ২৩ মিনিটে হামজার ফ্রি-কিক হংকংয়ের রক্ষণ দেওয়ালে বাধা পেয়ে বল মাঠের বাইরে চলে যায়।

৩৪ মিনিটে হংকং চায়নার ফের্নান্দো পেদরেইরাকে ফাউল করে বসেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজি। এর ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি হিরোকি কাসারা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি হংকং চায়নার অধিনায়ক ম্যাট অর। মিতুল মারমাকে বোকা বানিয়ে সহজেই ম্যাচে লিড নেয় স্বগতিকরা।  

প্রথমার্ধের শেষ মুহুর্তে দারুণ এক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সতীর্থের লম্বা করে বাড়ানো ক্রস বক্সের মধ্যে পেয়ে যান হামজা চৌধুরী। কিন্তু দৌড়াতে গিয়ে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। তার বাড়ানো বল ক্লিয়ার করে দেন হংকং ডিফেন্ডার। ফলে ঠিকভাবে সুযোগটা কাজে লাগানো গেল না। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হলো বাংলাদেশকে।  

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।