এই টুর্নামেন্টের সফল আয়োজন উদযাপন করেছে আয়োজক সোনালী অতীত ক্লাব। শনিবার (১২ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে টুর্নামেন্টের সফল আয়োজন উদযাপন করতে মধ্যাহ্নভোজ ও পুর্নমিলনীর আয়োজন করা হয়।
আলোচনায় এই ধরনের টুর্নামেন্ট আরো বড় পরিসরে নিয়মিত আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে, সেই সাথে তাদেরকে খেলার মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। যা আয়োজন করে বাংলাদেশের প্রাক্তন কৃতি ফুটবলারদের সমন্বয়ে গঠিত সোনালী অতীত ক্লাব ঢাকা ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। পৃষ্ঠপোষকতায় ছিল ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।
গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গীদের হাতে আত্মত্যাগকারী সাহসিক ফারাজের নামে উৎসর্গ করা হয় এবারের এ টুর্নামেন্ট। সেই সাথে ফারাজের সাহসিকতাকে সম্মান জানিয়ে টুর্নামেন্টের ট্রফির নামকরণ করা হয় ‘ফারাজ চ্যালেঞ্জ কাপ’।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৭
এমআরপি