ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

পাওলিনহোর বার্সা অভিষেকে বিলম্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০২, আগস্ট ২০, ২০১৭
পাওলিনহোর বার্সা অভিষেকে বিলম্ব পাওলিনহো / ছবি: সংগৃহীত

লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সামার সাইনিং পাওলিনহোকে পাচ্ছেন না বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে। কাগজপত্রের জটিলতায় অভিষেকের অপেক্ষা বাড়ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের।

চাইনিজ ক্লাব গুয়াংঝো এভারগ্রান্ডে থেকে ২৯ বছর বয়সী পাওলিনহোকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে বার্সা। কিন্তু এখনো দলবদলের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডুকমেন্ট বিনিময় পুরোপুরি সম্পন্ন করেনি দুই ক্লাব।

এ কারণেই মূলত পাওলিনহোর মাঠে নামাটা বিলম্বিত হচ্ছে। ন্যু ক্যাম্পে তাকে ছাড়াই সিজনের প্রথম লিগ ম্যাচে রিয়াল বেটিসকে আতিথ্য দেবে কাতালানরা। রোববার (২০ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় খেলা শুরু হবে।

এদিকে, পাওলিনহোর পাশাপাশি ইনজুরির কারণে দলের অন্যতম দুই সেরা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজকে পাচ্ছে না বার্সা। ফিটনেস সমস্যা কাটিয়ে ১৮ সদস্যের স্কোয়াডে ফিরেছেন সেন্টারব্যাক জেরার্ড পিকে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।