বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে পায়ের ইনজুরিতে ভোগেন ২৮ বছর বয়সী বেল। এরপর মৌসুমের বাকি লিগ ম্যাচগুলোতে আর খেলা হয়নি।
লম্বা বিরতির পর লা লিগায় ফিরলেও অন্যান্য প্রতিযোগিতায় খেলে আসছেন বেল। রিয়ালের হয়ে প্রাক মৌসুমের ব্যস্ততা শেষে উয়েফা সুপার কাপ (ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে) ও স্প্যানিশ সুপার কাপ জিতে ছন্দে ২৮ বছর বয়সী এ উইঙ্গার। অবশ্য সবশেষ ম্যাচে বার্সার বিপক্ষে সুপার কাপের দ্বিতীয় লেগে স্কোয়াডে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ জিনেদিন জিদান।
স্বাগতিক দেপোর্তিভো লা করুণার বিপক্ষে মৌসুমের প্রথম লিগ ম্যাচটিতে বেলের শুরুর একাদশে থাকার সম্ভাবনা জোরালো। নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি আক্রমণভাগে তার কাঁধে দায়িত্বটা থাকবে বেশি। সঙ্গে আছেন করিম বেনজেমা। ইতোমধ্যেই ১৯ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় ম্যাচটি শুরু হবে। এর দু’ঘণ্টা আগে ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসকে আতিথ্য দেবে ইনিয়েস্তা-সুয়ারেজবিহীন বার্সা।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
এমআরএম