গত মাসে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তির বিষয়ে নিজের সম্মতি প্রকাশ করেন মেসি। এখন অফিসিয়ালি চুক্তিপত্রে সই করাটা বাকি।
ট্রান্সফার রেকর্ড গড়ে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর ন্যু ক্যাম্পে মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। এখন অবশ্য সেই অবস্থা নেই। আগের যেকোনো সময়ের চেয়ে আর্জেন্টাইন আইকনের ওপর অধিক নির্ভরশীল কাতালানরা।
রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের (দুই লেগ মিলিয়ে ৫-১) হতাশা ভুলে জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সা। ইনজুরির কারণে ইনিয়েস্তা-সুয়ারেজের অনুপস্থিতিতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন মেসি। রিয়াল বেটিসের বিপক্ষে জয়টি ২-০ ব্যবধানের। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা মেসিকে গোলবঞ্চিত রাখে গোলবার। বেশ কয়েকটি শটই প্রতিহত হয়।
মৌসুমের প্রথম লিগ ম্যাচের পর এক সাক্ষাৎকারে মেসির চুক্তি নবায়ন ইস্যু নিয়ে কথা বলেন ফার্নান্দেজ, ‘মেসির সঙ্গে পুরো চুক্তির বিষয়টি চূড়ান্ত। তাতে সইয়ের জন্য আমরা এখন কেবল সুবিধামতো সঠিক সময়ের দিকে তাকিয়ে আছি। ’
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
এমআরএম