মোটা অঙ্কের ট্রান্সফার ফি’র প্রস্তাব দিয়েও কোনো লাভ হয়নি। নিজেদের অবস্থানে অনমনীয় লিভারপুল।
ট্রান্সফার রেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর তার অভাব পূরণে এখনো যোগ্য কাউকে ন্যু আনতে পারেনি বার্সা। বুরুশিয়া ডর্টমুন্ড থেকে উদীয়মান ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসমান ডেম্বেলেকে আনতেও ঘাম ঝরাতে হচ্ছে। দলবদলের বাজারের ডেডলাইন ৩১ আগস্ট।
জানা যায়, কুতিনহোকে নিয়ে হতাশায় বার্সার অন্যতম টার্গেট এখন পিএসজি থেকে ২৯ বছর বয়সী ডি মারিয়াকে নিশ্চিত করা। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বার্সায় আসতে ইচ্ছুক কিনা সেটিও দেখার বিষয়! আর্জেন্টিনা সতীর্থকে পেলে লিওনেল মেসি যে খুশি হবেন তা বলার অপেক্ষা রাখে না।
নেইমারকে আনার পর পিএসজিরও ফান্ড দরকার। ট্রান্সফারের আর্থিক নিয়মে আয়-ব্যয়ে ভারসাম্য আনতেও তা প্রয়োজন। ইতোমধ্যেই তারা জুভেন্টাসের কাছে ব্লেইস মাতুইদিকে ছেড়ে দিয়েছে। আরও কিছু খেলোয়াড় বিক্রির সম্ভাবনা রয়েছে।
বলা হচ্ছে, কুতিনহোর জন্য সম্ভাব্য ট্রান্সফার ফি দিয়ে দু’জনকে সই করানোর প্রত্যাশা করছে বার্সা। ডি মারিয়ার সঙ্গে কাতালানদের আগ্রহের তালিকায় শীর্ষে ফ্রেঞ্চ ক্লাব নিসের আইভরিকোস্ট মিডফিল্ডার জিয়ান মাইকেল সেরি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
এমআরএম