মেসি-বুফনকে টপকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্যময় ২০১৬-১৭ সিজন পার করা রোনালদোই সেরাদের সেরা হলেন। লা লিগা পুনরুদ্ধারের পাশাপাশি ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়নস লিগ জয়ে টানা দ্বিতীয়বারের ‘উয়েফা প্লেয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জিতলেন পর্তুগিজ সুপারস্টার।
সেক্ষেত্রে মেসিকে ছাড়িয়ে গেলেন সিআর সেভেন। এর আগে দু’জনই দু’বার করে মর্যাদাপূর্ণ এ পুরষ্কারে ভূষিত হন। ২০১১ সালে মেসির হাত ধরে শুরুর পর এ নিয়ে সপ্তমবারের মতো এ অ্যাওয়ার্ডটি দেওয়া হলো। একবার করে সেরার আসনে বসেন আন্দ্রেস ইনিয়েস্তা (২০১১-১২, বার্সেলোনা) ও ফ্রাঙ্ক রিবেরি (২০১২-১৩, বায়ার্ন মিউনিখ)।
প্রসঙ্গত, উয়েফার ৫৫টি সদস্য দেশের সাংবাদিক, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বের টিমগুলোর কোচ ভোট দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচন করেন। তবে নিজেদের দলের খেলোয়াড়দের ভোট দিতে পারেননি কোচরা। জাতীয়, মহাদেশীয় ও আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্সও বিবেচনায় আনা হয়।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমআরপি