ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জেসুস-স্টারলিংয়ে ম্যানসিটির মান রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
জেসুস-স্টারলিংয়ে ম্যানসিটির মান রক্ষা ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে শিরোপার অন্যতম দাবীদার ম্যানচেস্টার সিটি। এএফসি বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে রাহিম স্টারলিং, সার্জিও আগুয়েরো, গ্যাব্রিয়েল জেসুস, নিকোলাস অটামেন্ডি, ডি ব্রুইনদের নিয়ে সাজানো সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকেই আতিথ্য নেওয়া ম্যানসিটি প্রতিপক্ষকে চেপে ধরে। তবে, ম্যাচের শুরুতেই গোল করে লিড নেয় ভাইটালিটি স্টেডিয়ামের দল বোর্নমাউথ।

১৩তম মিনিটে লিড নেওয়া গোলটি করেন ড্যানিয়েলস।

তবে, খুব বেশিক্ষণ দমাতে পারেনি সিটিজেনদের। ২১ মিনিটের মাথায় সমতায় ফেরে পেপ গার্দিওলার শিষ্যরা। ব্রাজিল তারকা জেসুসের গোলে ম্যাচে ফেরে ইতিহাদ স্টেডিয়ামের দলটি। ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ম্যানসিটির রাহিম স্টারলিং (২-১)।

পুরো ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ খেলা বোর্নমাউথের বিপক্ষে ম্যানসিটির আক্রমণভাগ অসহায় ছিল। স্বাগতিকদের বিপক্ষে পাস খেলতে হয়েছে ৬০০’র বেশি। শেষ সময়ে দুই হলুদ কার্ডের খড়গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাহিম স্টারলিং। ফলে, লিভাপুলের বিপক্ষে পরের ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে। ম্যাচ শেষে দানিলো, ইয়াইয়া তোরে, ভিনসেন্ট কোম্পানিদের ম্যানসিটি পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।