ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

মেসির মাইলফলকে জয়ের ধারায় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, আগস্ট ২৬, ২০১৭
মেসির মাইলফলকে জয়ের ধারায় বার্সা ছবি: সংগৃহীত

আগের ম্যাচে গোলবঞ্চিত রেখেছিল গোলপোস্ট! মাইলফলকের অপেক্ষাটা তাই খানিকটা দীর্ঘায়িত হয়। হ্যাটট্রিক মিস হলেও দেপোর্তিভো আলাভেসের মাঠে জোড়া গোল করে উপলক্ষটা রাঙিয়ে তুলেছেন লিওনেল মেসি। লা লিগায় নিজের ৩৫০তম গোল উদযাপন করেন বার্সেলোনার প্রাণভোমরা।

রিয়াল  ‍মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের হতাশা ভুলে ব্যাক-টু-ব্যাক জয়ে লিগ মৌসুমে কাতালানদের শুরুটা হলো দুর্দান্ত। ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের পর অ্যাওয়ে ম্যাচেও ২-০ ব্যবধানের ফলাফল নিয়ে মাঠ ছেড়েছে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

.গত সপ্তাহে বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের স্মরণে ম্যাচ শুরুর আগে দু’দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন। শেষদিকে বার্সার জার্সিতে অভিষেক হয় সামার সাইনিং পাওলিনহোর। আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে নামেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

প্রথমার্ধেই মাইলফলক গড়া গোলের দেখা পেয়ে যেতে পারতেন মেসি। পেনাল্টি মিস করেন। বিরতির পর ৫৫ মিনিটের মাথায় সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান আর্জেন্টাইন আইকন। ডি-বক্সের বাম প্রান্ত থেকে জর্ডি আলভার ক্রস থেকে বাঁ পায়ের শট আলাভেস ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষকের হ‍াতের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।

.এগার মিনিট পর স্বাগতিকদের বাজে ডিফেন্সের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। পূর্ণ হয় জোড়া গোল। বল ক্লিয়ার করতে গিয়ে তা পাকো আলকাসেরের মাথা থেকে ডি-বক্সে খালি জায়গায় পেয়ে সহজ ফিনিশিং টানেন। ৭৪ মিনিটে হ্যাটট্রিক চান্স প্রতিহত করে ক্রসবার। শেষ পর্যন্ত মেসির জোড়া গোলেই খেলার নিষ্পত্তি ঘটে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।