ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

গ্রিজম্যানকে ছাড়াই অ্যাতলেতিকোর গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৭, আগস্ট ২৬, ২০১৭
গ্রিজম্যানকে ছাড়াই অ্যাতলেতিকোর গোল উৎসব ছবি: সংগৃহীত

দাপটের সঙ্গেই লা লিগায় মৌসুমের প্রথম জয় উদযাপন করলো অ্যাতলেতিকো মাদ্রিদ। জিরোনার মাঠে ড্রয়ের হতাশা ভুলে ছন্দে ফিরেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। দলের সেরা তারকা অ্যান্তোনি গ্রিজম্যানকে ছাড়াই গোল উৎসবে মেতেছে অ্যাতলেতিকো। নিজেদের মাঠে ৫-১ ব্যবধানে উড়ে গেছে লাস পালমাস।

এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি গ্রিজম্যান। জিরোনা ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ফ্রেঞ্চ তারকা।

তার অভাবটা বুজতেই দেননি কোকে-কারাস্কো-কোরেয়ারা।

অ্যাতলেতিকোয় কোচিং ক্যারিয়ারে ২০০তম জয় উপভোগ করেন সিমিওন। জোড়া গোল উপহার দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে (৬২ ও ৭৫ মিনিট)। খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভিজিটররা।

স্বাগতিকদের জালে বল পাঠান তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া ও প্রতিভাবান বেলজিয়ান উইঙ্গার ইয়ানিক ফেরেইরা কারাস্কো। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকার পর ৫৮ মিনিটে একটি গোল পরিশোধ করেন পালমাস ফরোয়ার্ড জোনাথান কালেরি। শেষদিকে অ্যাতলেতিকোর হয়ে স্কোরশিটে নাম খেলান ঘানাইয়ান মিডফিল্ডার থমাস পার্তে।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।