ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শুরু আর শেষের গোলে ভিক্টোরিয়ার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
শুরু আর শেষের গোলে ভিক্টোরিয়ার জয় ছবি: সংগৃহীত

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে মঙ্গলবার (২৯ আগস্ট) একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও কাওরানবাজার প্রগতি সংঘ।

ম্যাচে ২-০ গোলে কাওরানবাজারকে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের শুরুতে ও দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে দুটি গোল করে ভিক্টোরিয়া।

লিগে এটা তাদের দ্বিতীয় জয়।  

মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ভিক্টোরিয়া। এ সময় ভিক্টোরিয়ার ফরহাদ গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় ভিক্টোরিয়া। বিরতির পর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+২) ভিক্টোরিয়ার নাঈম গোলের দেখা পেয়ে যান। তাতে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মতিঝিলের ক্লাবটি।

এ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ২ জয়, ৩ ড্র ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ৬ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তলানিতে (দশম স্থানে) অবস্থান করছে।

৬ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব রয়েছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।