২০০২ বিশ্বকাপের পর আবারো বিশ্বকাপের বাইরে থাকতে হতে পারে নেদারল্যান্ডসকে। সেই শঙ্কাটাই জোরালো।
নেদারল্যান্ডসের অবস্থান নড়বড়ে। ঘুরে দাঁড়াতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই। সাত ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। ২ পয়েন্ট এগিয়ে তিনে বুলগেরিয়া। ১৩ পয়েন্টে দুইয়ে সুইডেন। শীর্ষে থাকা ফ্রান্সের সংগ্রহ ১৬।
ফ্রান্সের বিপক্ষে সবশেষ ম্যাচটিতে দাঁড়াতেই পারেনি ডাচরা। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের লাল কার্ড। এরপর ডাচদের জালে আরও তিনবার বল পাঠায় স্বাগতিকরা। জোড়া গোল করেন থমাস লেমার। ইনজুরি সময়ে স্কোরশিটে নাম লেখান উঠতি ফ্রেঞ্চ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপ্পে। খেলা শুরুর ১৪ মিনিটে প্রথম লিড এনে দেন অ্যান্তোনি গ্রিজম্যান।
আগামী রোববার (৩ সেপ্টেম্বর) নিজেদের পরবর্তী ম্যাচে বুলগেরিয়াকে আতিথ্য দেবে নেদারল্যান্ডস। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। দিবাগত রাত পৌনে ১টায় ভিজিটর লুক্সেমবার্গের মুখোমুখি হবে ফ্রান্স।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম