ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবলের নতুন রোমাঞ্চ ‘এনএমই’ ত্রয়ী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
ফুটবলের নতুন রোমাঞ্চ ‘এনএমই’ ত্রয়ী ছবি: সংগৃহীত

‘এমএসএন’ এখন অতীত। টিকে আছে ‘বিবিসি’। ফুটবলপ্রেমীদের নতুন রোমাঞ্চের অপেক্ষায় ‘এনএমই’। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অন্যতম সেরা ফরোয়ার্ডলাইন এখন পিএসজির দখলে। নেইমার, কাইলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানিকে নিয়ে গড়া আক্রমণ ত্রয়ীকে যেকোনো প্রতিপক্ষের জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সামার ট্রান্সফার উইন্ডো জুড়ে আলোচিত নাম উঠতি ফ্রেঞ্চ তারকা এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমারের পথ অনুসরণ করে মোনাকো থেকে হোমটাউন ক্লাবে নাম লিখিয়েছেন ১৮ বছর বয়সী সম্ভাবনাময় স্ট্রাইকার।

দলবদলের বাজারের একেবারে শেষ সময়ে এসে এমবাপ্পেকে সই করিয়েছে পিএসজি। প্রাথমিকভাবে ধারের চুক্তি হয়েছে। কিন্তু চুক্তিপত্রে পাকাপাকিভাবে কেনার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী মৌসুমে তা স্থায়ী হবে। ওই সময়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় হবেন এমবাপ্পে। চুক্তির অঙ্কটা হতে পারে ১৮০ মিলিয়ন ইউরো। সব ঠিক থাকলে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।

ট্রান্সফারের বিশ্ব রেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজি পাড়ি জমানোর পর ভেঙে যায় সর্বকালের অন্যতম সেরা আক্রমণ ত্রয়ী ‘এমএসএন’। বাকি রইলো কেবল ‘এমএস’। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সম্প্রতি নেইমারের অভাব পূরণে সম্প্রতি বুরুশিয়া ডর্টমুন্ড থেকে আরেক ‍উদীয়মান ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসমান দেম্বেলেকে ন্যু ক্যাম্পে নিয়ে এসেছে কাতালানরা।

বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শিবিরে এখনো ভাঙ্গন ধরেনি। ‘বিবিসি’ ত্রয়ী খ্যাত গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো গ্যালাকটিকোদের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন।

সব ছাপিয়ে ফুটবলের বড় চমক এবার ‘এনএমই’। সমর্থকদের নিশ্চয়ই একসঙ্গে তিনজনকে মাঠের দেখার তর সইছে না! ফুটবল বিশ্বও আছে সেই অপেক্ষায়। আরেকটি কথা না বললেই নয়, নেইমার-এমবাপ্পের আগমনে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নস লিগে পিএসজির শক্তি বেড়ে গেছে কয়েকগুণ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের জন্যই তো কাড়ি কাড়ি অর্থ ঢেলে একে একে তারকাদের ভাগিয়ে আনছে ফরাসি জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।