ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা মাঠে নামছে ইংলিশ জায়ান্টসরা-ছবি:সংগৃহীত

শনিবার রাতটি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের মহারাত। কেননা প্রায় কাছাকাছি সময় মাঠে নামছে ইংলিশ ক্লাব ফুটবলের জায়ান্ট দলগুলো। ভিন্ন ম্যাচে এদিন খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নামবে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার শিষ্যরা।

একই সময় সাউদাম্পটনের মাঠ সেন্ট ম্যারি স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যাবে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ। হোসে মরিনহোর শিষ্যদেরও সিটির সমান ১৩ পয়েন্ট, তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রেড ডেভিলসরা।

সাড়ে আটটায় মাঠে নামবে চেলসিও। স্টোক সিটির মাঠ বেট৩৬৫ স্টেডিয়ামে খেলবে পাঁচ ম্যাচে তিন জয়, এক হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এদিকে লিগ কাপের পর লিগেও লিচেস্টার সিটির বিপক্ষে খেলতে যাচ্ছে লিভারপুল। বাংলাদেশ সময় রাত ১১টায় কিং পাওয়ার স্টেডিয়ামে আতিথিয়েতা নেমে ইয়র্গেন ক্লপের অল রেডস। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আটে।

এর আগে সন্ধ্যা ছয়টায় ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে গত মৌসুমে দ্বিতীয় হওয়া টটেনহ্যাম। লন্ডন স্টেডিয়ামে খেলবে চলতি মৌসুমে পঞ্চমস্থানে থাকা পচেট্টিনোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।