ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রিয়ালের স্বস্তির জয় ছবি: সংগৃহীত

সন্তোষজনক পারফরম্যান্স না হলেও রিয়াল বেটিসের কাছে হোম ম্যাচে হারের (১-০) হতাশা ভুলে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

রিয়ালের জার্সিতে প্রথমবারের মতো স্কোরশিটে নাম লেখান সামার সাইনিং দানি কেবালস। দু’টি গোলই করেন ২১ বছর বয়সী এ স্প্যানিশ মিডফিল্ডার।

খেলা শুরুর ১০ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন। ৪০ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক আলাভেস। এর তিন মিনিট বাদেই জোড়া গোল আদায় করে সতীর্থ উদযাপনের মধ্যমনি বনে যান কেবালস।

পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লিগ সিজনে নিজের দ্বিতীয় ম্যাচেও গোলহীন থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো আলোটা কেড়ে নেন তরুণ কেবালস। এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার (পাঁচ ম্যাচে ১৫) সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ৪-এ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।

পরবর্তী ম্যাচে এসপানিওলকে আতিথ্য দেবে গ্যালাকটিকোরা। আগামী ১ অক্টোবর (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।