ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

নেইমারের অভাবটা টের পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, সেপ্টেম্বর ২৩, ২০১৭
নেইমারের অভাবটা টের পেল পিএসজি ছবি: সংগৃহীত

মন্টপেলিয়েরের মাঠে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডুবেছে পিএসজি। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে টানা ছয় জয়ের পর হোঁচট। নেইমারের অভাবটা ভালোই টের পেয়েছেন কোচ ইউনাই এমেরি।

পায়ের ইনজুরির কারণে এ ম্যাচটিতে খেলতে পারেননি ওয়ার্ল্ড রেকর্ড সাইনিং নেইমার। সাবেক বার্সা তারকার ঘাটতি পূরণে ব্যর্থ কাভানি-এমবাপ্পে-ভেরাত্তিরা।

পুরো ম্যাচ জুড়ে ভিজিটরদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়। আগের ‍ছয় ম্যাচে ১৮ গোল করলেও নেইমারের অনুপস্থিতিতে হলো ছন্দপতন!

এদিকে স্বাগতিক লিলেকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নাম্বার ওয়ান পজিশনের লড়াইয়ে পিএসজির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকো (১৮ পয়েন্ট)। সাত ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে তারা।

দু’দলই এরপর হোম ম্যাচ খেলবে। পিএসজির সামনে বোর্ডেক্স। মোনাকোর প্রতিপক্ষ পিএসজিকে রুখে দেওয়া মন্টপেলিয়ার। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দু’টি শুরু যথাক্রমে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাত পৌনে ১টা ও পরদিন রাত ৯টায়।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।