ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

দ্বিতীয়ার্ধের গোলে জিতলো ম্যানসিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, সেপ্টেম্বর ২৬, ২০১৭
দ্বিতীয়ার্ধের গোলে জিতলো ম্যানসিটি জিতলো ম্যানসিটি

ঢাকা: ইউক্রেন ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বের ম্যাচে শাখতারকে ২-০ গোলে হারিয়েছে তারা। সিটিজেনদের এই দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।

দলের হয়ে গোল দুটি করেছেন কেভিন ব্রুইন ও রহিম স্টারলিং।
 
এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) ইত্তেহাদ স্টেডিয়ামে প্রথমার্ধের পুরো সময় জাল খুঁজে পায়নি কোনো দলই।

ফলে গোল শূন্য সমতা নিয়েই বিরতিতে যেতে হয় সফরকারী শাখতার দোনেৎস্ক ও ম্যানচেস্টার সিটিকে।
 
তবে বিরতি শেষে দ্বিতীয়ার্ধে এসে ঠিকই জাল খুঁজে পেয়েছে স্বাগতিক ম্যানসিটি। ৪৮ মিনিটে দলের হয়ে প্রথম আঘাতটি হানেন কেভিন ব্রুইন। আর ম্যাচের একেবারে অন্তিম সময়ে দ্বিতীয় আঘাতটি হেনে দলকে ২-০’র জয় এনে দেন রহিম স্টার্লিং।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।