ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বার্সার সঙ্গে ‘লাইফ-টাইম’ চুক্তি ইনিয়েস্তার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, অক্টোবর ৬, ২০১৭
বার্সার সঙ্গে ‘লাইফ-টাইম’ চুক্তি ইনিয়েস্তার ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে আজীবনের জন্য চুক্তি নবায়ন করলেন আন্দ্রেস ইনিয়েস্তা। নতুন চুক্তি অনুযায়ী কাতালানদের হয়ে যতদিন ইচ্ছে ততদিন পর্যন্ত খেলবেন স্প্যানিশ এই তারকা মিডফিল্ডার।

মাত্র ১২ বছর বয়সে বার্সেলোনা ফুটবল একাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। ২০০০ থেকে বার্সার ‘বি’ দলে খেলেছেন।

২০০২ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার। ক্লাবের জার্সিতে ৬৯৩ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৬০টি। ক্লাবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার।

শুক্রবার (৬ অক্টোবর) বার্সার এক বিবৃতিতে নিশ্চিত করা হয় ইনিয়েস্তার আজীবন চুক্তির বিষয়টি। চুক্তি শেষে উচ্ছ্বসিত বিশ্বকাপজয়ী তারকা জানান, ‘আমি খুশি কারণ এই চুক্তির মানে হচ্ছে বার্সেলোনায় অবসর নেওয়া সম্ভব। ’

৩৩ বছর বয়সী ইনিয়েস্তা কাতালানদের ২৮টি ট্রফি জেতাতে সহায়তা করেছেন। এর মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও আটটি লা লিগাও আছে। কোপা দেল রে পাঁচবার, সুপারকোপা ডি এসপানা ছয়বার, উয়েফা সুপার কাপ দুইবার আর ফিফা ক্লাব বিশ্বকাপ তিনবার জিতেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।