ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ব্রাজিল দলে সিলভার ইনজুরিতে কাইয়ো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, অক্টোবর ৭, ২০১৭
ব্রাজিল দলে সিলভার ইনজুরিতে কাইয়ো ব্রাজিল দলে সিলভার ইনজুরিতে কাইয়ো-ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন থিয়াগো সিলভা। তার পরিবর্তে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে ডাক পেয়েছেন রদ্রিগো কাইয়ো।

২৪ বছর বয়সী সাও পাওলোর ডিফেন্ডার কাইয়ো দলের অনুশীলনে যোগ দিয়েছেন। যেখানে বলিভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে পেশীতে চোট পান পিএসজি তারকা সিলভা।

২০১৬ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয় কাইয়োর। এখন পর্যন্ত নিজ দেশের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে সেলেকাওরা নিজেদের গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামলেও ইতোমধ্যে দলটি ল্যাটিন অঞ্চল তথা বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। কনমেবল অঞ্চলে দ্বিতীয়স্থানে থাকা উরুগুয়ের থেকে তিতের শিষ্যরা ১০ পয়েন্টে এগিয়ে আছে।

আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে চিলির বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।