হোম ভেন্যুতে ইয়োর্গেন ক্লপের শিষ্যদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। কুতিনহো-ফিরমিনোদের সব চেষ্টা বৃথা যায়।
অন্যদিকে, ইউনাইটেডের হয়ে ফর্মের তুঙ্গে থাকা রোমেলু লুকাকু অষ্টম লিগ গোল আদায় করতে ব্যর্থ হন। প্রথমার্ধে একটি ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগাতে পারেননি বেলজিয়ান ফরোয়ার্ড।
অ্যানফিল্ডে বল দখলে বেশ এগিয়ে ছিল স্বাগতিক লিভারপুল। কিন্তু ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগিতে তাদের সন্তুষ্ট থাকতে হয়। শিরোপা লড়াইয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে পয়েন্ট নিশ্চিত করেই ফেরে মরিনহোর দল।
৮ ম্যাচ শেষে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। ২ পয়েন্ট এগিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এবারের আসরের শুরুটা লিভারপুলের জন্য উদ্বেগজনকই বটে। ১৩ পয়েন্টে অবস্থান সপ্তম।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
এমআরএম