ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

টটেনহ্যামের কাছে ডর্টমুন্ডের হার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৭, নভেম্বর ২১, ২০১৭
টটেনহ্যামের কাছে ডর্টমুন্ডের হার সংগৃহীত ছবি

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। আর এই হারে লিগের নকআউট পর্বে উঠার আশাও শেষ হয়ে গেছে পিটার বোশ’র শিষ্যদের।

কেননা পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছে টটেনহ্যাম। ৩ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

আর বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাপোয়েলের পয়েন্ট ২ করে।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে  ৩১ মিনিটে পিয়েরে অবামেয়াংয়ের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিলো ডর্টমুন্ডই।
 
তবে বিরতির পরে ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় টটেনহ্যাম। ৩৯ মিনিটে হ্যারি কেইন ম্যাচে ১-১ এ সমতা আনেন। এরপর ৭৬ মিনিটে সন হিউং মিন’র গোলে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানধারীরা।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৭
এইচএল   
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।